Author: Talha Chowdhury

এই জগতে আমার প্রচুর ঘাটাঘাটি করা হয়েছে গত পাঁচ বছরে আমার ব্যক্তিগত আর প্রফেশনাল ইন্টারেস্ট থাকার কারণে। তো একজন এআই/মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হতে হলে কি কি শেখা লাগবে এটা বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন উত্তর আসায় আমি নিজেই অনেকদিন কনফিউজড ছিলাম। পরে ভেবে দেখলাম, সব থেকে সঠিক কাজ হবে কাউকে জিজ্ঞাসা না করে, একটা Data-driven ভাবে খুঁজে বের করা আসলে কোম্পানিরা কি চাচ্ছে একজন এআই/মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারের ঝুলিতে। তাই আমি ২০০+ জব পোস্টিং এনালাইজ করে খুঁজে বের করলাম এই রোলটার সব খুটিনাটি। সেটাই বিস্তারিতভাবে দেখাবো আজকে। রেডি?

প্রশ্নঃ একজন এআই/মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার কি করে?

AI/ML ইঞ্জিনিয়াররা মূলত বিশাল পরিমাণ ডেটা বিশ্লেষণ করে, প্যাটার্ন খুঁজে বের করে এবং সেই অনুযায়ী AI/ML মডেল তৈরি করে কোনো একটা কাজের উদ্দেশ্যে। এই মডেলগুলো ব্যবহার করেই বিভিন্ন স্মার্ট সিস্টেম তৈরি করা হয়, যেমন স্বয়ংচালিত গাড়ি, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, রোগ নির্ণয় সিস্টেম ইত্যাদি। নিচের ভিডিও (১০ মিনিট) দেখলে মুটামুটি একটা ধারণা হয়ে যাবে ডিটেইলসে আসলে কাজটা কেমন দেখতে।

A Day in the Life of a Machine Learning Engineer (at a small startup)

প্রশ্নঃ AI জবের মার্কেট কেমন?

নিচের এই গ্রাফটা দেখলে মুটামুটি একটা ধারণা হয়ে যাবে কিভাবে বাড়ছে জব Market.

Screenshot 2025-01-17 at 9.31.11 PM.png

তো আমার বিশ্লেষণ করা ২০০+ জব পোস্টিং এর মধ্যে থেকে আমি দুই ধরনের জব পোস্ট দেখাবো যেটা সঠিক সারসংক্ষেপ দেয় যে একজন Entry Level AI/ML Engineer হতে কি কি কোয়ালিফিকেশন লাগে।

প্রথমটা ইন্টার্নশিপ হলেও বেশিরভাগ কোম্পানির Internship আর Entry Level দুই জবেরই রিকোয়ারমেন্ট একই রকম, তাই দুইটাই মাথায় রাখা দরকার।