Author: Talha Chowdhury
<aside> 🥋
ফান ফ্যাক্ট- “Google, Microsoft, Amazon—তিন টেক জায়ান্ট এর CEO ই তাদের ক্যারিয়ার শুরু করে Product Management দিয়ে।”
</aside>
প্রোডাক্ট ম্যানেজমেন্ট শেখার জার্নিটা যেমন আনন্দদায়ক তেমনি চ্যালেঞ্জে ভরপুর। এজন্য অনেকেই শুরু করতে গিয়েও আর শুরু করেনা, কিংবা মাঝপথে থেমে যায়।
অন্যান্য হার্ড স্কিলগুলোর যত রিসোর্স থাকে, অনেকে প্রোডাক্ট ম্যানেজমেন্ট শেখার ক্ষেত্রে প্রপার রিসোর্স খুঁজে বের করতে পারেনা কিংবা পেলেও সেগুলো যথেষ্ট হয় না।
তবে আমরা আপনার সাথে প্রোডাক্ট ম্যানেজমেন্ট এর পুরো জার্নি স্টেপ বাই স্টেপ, রিসোর্স সহ শেয়ার করতে যাচ্ছি। অসংখ্যা রিসোর্স এনালাইসিস করে সবচাইতে বেস্ট রিসোর্স আর গাইডলাইন আপনার জন্য তৈরি করেছি।
আপনি এদিক-ওদিক চিন্তা না করে, ডিস্ট্রাক্টেড না হয়ে শুধু যদি আমাদের স্টেপগুলো আর রিসোর্সগুলো ভালোমতো ফলো করুন, প্রোডাক্ট ম্যানেজমেন্ট আয়ত্ত করা আপনার জন্য কঠিন হবে না।
চলুন শুরু করা যাক!
প্রোডাক্ট ম্যানেজমেন্ট হচ্ছে এমন একটা প্রসেস জেটা দিয়ে একটা কোম্পানি তাদের যেকোনো প্রোডাক্ট সঠিক ভাবে তৈরি হচ্ছে কিনা/কিংবা তৈরি করতে কি করতে হবে সেটা নির্ধারণ করে।
ধরলাম Pathao একটা App ডেভেলপ করবে যা দিয়ে হেলিকপ্টার রাইড শেয়ার করা যায়, উবার এর মতো। তো এই App টা বাংলাদেশে ডেভেলোপ করা উচিত কিনা, কোন কাস্টমাররা এটা চাইতে পারে, কি কি ফিচার এতে থাকা উচিত, এরকম আরও অনেক কিছুই বের করা লাগে App টা বানাতে হলে। তো এই কাজগুলো সাধারণত যে করে থাকে, সে হলো প্রোডাক্ট ম্যানেজার। Product Manager কে বলা হয় কোম্পানির Generalist। মানে যেকোনো প্রব্লেম হলে তুমি তার কাছে যাবা আর তার কাজ হল সেটার সল্যুশন নিজে অথবা অন্য কাউকে দিয়ে ফিগার আউট করা। এই রোলটা বিভিন্ন কোম্পানি বিভিন্ন ভাবে করে থাকে। নিচের ডায়াগ্রামটা এই রোলটাকে ঠিকভাবে রিপ্রেজেন্ট করে।